ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

রাজধানীতে ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বার্তা কক্ষ
ডিসেম্বর ৮, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ভাটারা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি পুলিশ।

শনিবার রাতে ভাটারার ছোলমাইদ বসুমতি মেলার খেলার মাঠের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ আল-আমিন ওরফে হৃদয় (২৩), মোহাম্মদ জসিম উদ্দিন (২২) ও মো. দেলোয়ার হোসেন (২০)।

এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো ছুরি ও একটি নাইলনের দড়ি উদ্ধার করা হয়।

ডিবি গুলশান সূত্র জানায়, ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের ছোলমাইদ বসুমতি মেলার মাঠের পাশে কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশে সমবেত হয়েছে বলে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় আল-আমিন, জসিম ও দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৪/৫ দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন থেকে তারা ঢাকা মহানগর এলাকায় ডাকাতি ও ছিনতাই কাজের পাশাপাশি অবৈধ মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাটারা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া পলাতক অন্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি