আজকের সর্বশেষ খবর

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বার্তা কক্ষ
এপ্রিল ৩, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মির্জা আব্দুল মুহিদ বেগ (৭০) নামে একজন নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত ৬ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা আব্দুল মুহিদ বেগ কুষ্টিয়ার মিরপুর থানার মৃত আজিজ উদ্দিন বেগেরে ছেলে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহল রানা ঢাকা পোস্টকে বলেন, ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর এলে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ও নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ গোলড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

গোলড়া হাইওয়ে থানার ইনচার্জ সারোয়ার বলেন, ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছে। আহতরা ধামরাই হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি