ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

সাংবাদিক মরহুম গোলাম হাফিজ বকুলের ২১তম  মৃত্যুবার্ষিকী পালিত

আরেফিন সুমন
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাফিজ পাঠাগারের প্রতািষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি-সাহিত্যিক ও সাংবাদিক গোলাম হাফিজ বকুল এর ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(২৪শে সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এস এম আব্দুল হালিম দুলাল। ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ লিটন ও এম শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল বাবুল, সাবেক সভাপতি মোরাদুজামান মোরাদ‌, কোরবান আলী, এসএম হোসেন রানা, হেলাল উদ্দিন, রহিমা সুলতানা মুকুল, আশিকুর রহমান চায়না, রোকনুজ্জামান সবুজ, রফিকুল ইসলাম রঞ্জু, মোঃ ইয়ামিন মিয়া।

ইসলামপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য ওসমান হারুনী, আব্দুস সামাদ,লিয়াকত হোসাইন লায়ন, শহিদুল ইসলাম কাজল, সোহেল রানা মিঠু আহমেদ, এম কে দোলন বিশ্বাস, ফারুক আল আজাদ বকুল, মশিউর রহমান টুটুল, হাসর আলী, আওয়াল সরকারসহ ইসলামপুর প্রেসক্লাবের বিভিন্ন পত্র পত্রিকার, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রয়াত সাংবাদিক গোলাম হাফিজ বকুলের বড় ছেলে আবির আহমেদ বিপুল  উপস্থিত ছিলেন।

বক্তারা প্রত্যেকেই প্রয়াত সাংবাদিক গোলাম হাফিজ বকুলের স্মৃতিচারণ করে নানান দিক নিয়ে বক্তব্য রাখেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় করে দোয়া করা হয়। এ উপলক্ষে তার নিজ বাড়িতে দোস্থ পরিবারের মাঝে খাবার আয়োজন করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি