ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

যমুনা নদী ভাঙ্গনে অসহায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ এনামুল হক (ইসলামপুর) প্রতিনিধিঃ
অক্টোবর ১৫, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে যমুনার নদীর দুর্গম চরাঞ্চলে সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়নে ভয়াবহ নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ্য হয়েছে প্রায় ৪শতাধিক পরিবার ।

জানা যায়,উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে যমুনার নদীর পানি বৃদ্ধির সাথে সাথে দেখা যায় তীব্র ভাঙ্গন। এতে ঘর ছাড়া হয়ে গেছে অনেক পরিবার। অসময়ে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে যমুনার নদীর পানি বৃদ্ধি পাওয়াতে পানির স্রোতে ভেঙ্গে গেছে বসতভিটা ও নদীর গর্ভে চলে যায় ফসলি জমি।

সরেজমিনে দেখা যায়, যমুনার নদী তীব্র ভাঙ্গনে আবারো যমুনা নদীর গর্ভে বিলীন হচ্ছে।

উপজেলার সাপধরী ইউনিয়নের প্রজাপতি, শিশুয়া,চরশিশুয়া,কাশারীডোবা,মন্ডলপাড়া, আকন্দপাড়া ও চেঙ্গানিয়া গ্রামসহ প্রায় ৪ শতাধিক বসতভিটা।

১৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যমুনা নদী ভাঙ্গনে এলাকা পরিদর্শন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান, সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল হাসানসহ সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহআলম মন্ডল। ভাঙ্গনকৃত এলাকা সাপধরী ইউনিয়ন ও নোয়ারপাড়া ইউনিয়নে পরিদর্শন শেষে সরকারী ত্রান সহায়তা হিসাবে উপজেলা প্রশাসনের পক্ষে ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।এসময় উপকারভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের ৫শত পরিবারের মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে, তিনি আরও বলেন, নদী ভাঙ্গনে ভিটেহারা পরিবারকে তালিকা করে সরকারী ভাবে পূর্নবাসন করার প্রক্রিয়া চলমান রয়েছ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি