একতা, বন্ধুত্ব ও মানবতা এই প্রতিপদ্যকে সামনে রেখে গত ১ নভেম্বর(শুক্রবার) সন্ধ্যা ৬ টায় রাজধানীর উত্তর সিটির দক্ষিণ খান কসাইবাড়ি রেলক্রসিং সংলগ্ন “আমির’স চাইনিজ” রেস্তোরাঁয় “উত্তরাস্থ-বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন” (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ) নামক সংগঠনের আত্ম- প্রকাশ উপলক্ষ্যে ” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মো:সাহাদাত হোসেন।
আত্ন প্রকাশ উপলক্ষ্যে গঠিত আয়োজক কমিটির আহবায়ক খালিদ বিন হাকিম(দুলাল) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি সাহাদত হোসেন,অর্নব আলম,আক্তারুজ জ্জামান ভূইয়া,নুরে আলম চৌধুরী,মাহবুবুর রহমান,
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন-মসাসুদ নিজাম,তাজুল ইসলাম,মীর্জা পারভেজ হোসেন,মনির হোসেন রবিন,প্রমূখ।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন সদস্য সচিব মোঃ মনির হোসেন। সদস্য সচিব তার বক্তব্যে জানান,জনকল্যান,দুস্থ-অসহায় ও সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করা সর্বোপরি মানবিক সমাজ বিনির্মানে অংশ গ্রহন করাই সংগঠনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আবু সুফিয়ান জুয়েল,দেলোয়ার হোসেন আকাশ, আব্দুল মান্নান,আব্দুল্লাহ নোমান প্রমূখ।
সভাপতির সমাপনী বক্তব্যের পর সকলের অংশগ্রহনে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।