গত ৫ ডিসেম্বর(বুধবার) রাজধানীর ঢাকা কাস্টমসের বরাদ দিয়ে জানা গেছে ৮ ট্রলি চায়না লেস কাপড় জব্দের তথ্য মিলেছে। এ বিষয়ে ঢাকা কাস্টমসে শুল্ক বিভাগে কর্মকর্তারা জানান,৮ ট্রলি চায়না লেস কাপড় ঢাকা কাস্টমস জব্দ করেছে এবং এর মধ্যে ৪ ট্রলি কাপড় ছেড়ে দেয়া হলেও বাকি ৪ ট্রলি কাপড় নিরীক্ষন (এক্সজাম) চলছে,এটা আমাদের নিত্য দিনের কাজ, তবে বন্ডে এগেনেস্টে কাপড় আনতে পারে,কাস্টমস কর্মকর্তার(এআরও) আরও জানায়,তবে তারা কি পরিমান সরকারি ট্যাক্স ফাঁকি দেয়ার চেষ্টা করছিলো তা আমার খতিয়ে দেখছি। এদিকে তথ্য নিয়ে জানা গেছে,এই লেস কাপড় প্যাকেজিং করেছে রান এক্সপ্রেস, এবং গ্লোবাল ওয়ে ও “র”এন্ড কো: দুইটি সিএন্ডএফ লাইসেন্স ধারী মাধ্যমে এই চায়না কাপড় আনা হয়েছে। এ বিষয়ে মোখলেস সাহেব মুঠোফোনে গণমাধ্যমের নিকট এই চায়না কাপড়ের বিষয় সম্পুর্ণ অস্বীকার করেন। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে মোখলেস ওরফে ভাগিনা মোখলেস দীর্ঘদিন ধরে এভাবে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে পন্য আমদানি করে আসছে । শুল্ক বিভাগে কর্মকর্তার বলেন,মোখলেস কি না কে এই পন্য এনেছে তা আমরা জানি না,তবে পন্য বৈধ হলে এবং পেপাস ঠিক থাকলে আমরা ছেড়ে দেবো আর পেপাসে সমস্যা থাকলে শুল্ক গোডাউনে জব্দ থাকবে।