ভোলা ২৫০ শয ্যা জেনা রেল হাসপাতা লে সীমা বেগম (২২) না মের এক গৃহবধূর মরদেহ রে খে পালিয়েছেন তার স্বামী মো. রা কিব।
বৃহস্প তিবার (০৫ ডিসেম্বর) ভোলা ২৫০ শয ্যা জেনা রেল হাসপাতা লে এ ঘটনা ঘ টে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৪ বছর আগে ভোলার দৌলতখান উপ জেলার মিয়ারহাটের সীমা বেগ মের সা থে বোরহানউ দ্দিন উপ জেলার কা লিরহাট এলাকার মো. রা কি বের সা থে বি য়ে হয়। তা দের এক টি ১০-১১ মা সের ছে লে সন্তান আছে। সীমার স্বামী রা কি ব পা নের বর জে কাজ ক রেন। তার আয় কম থাকায় ও সাংসা রিক বি ভিন্ন বিষ য়ে স্বামী-স্ত্রীর ম ধ্যে ঝগড়া-ঝা মেলা চ লেই আস ছিল। গত বুধবারও তা দের ম ধ্যে ঝা মেলা হয়। এ নি য়ে স্বামীর সা থে অভিমান ক রে বিষপান ক রতে পা রে ব লে দাবী ক রেন তারা। প রে রা তের দি কে সীমার অবস্থা আশংকাজনক হওয়ায় তা কে বৃহস্পতিবার গভীর রাত ৪টার দি কে ভোলা সদর হাসপাতা লে নি য়ে আস লে চি কিৎসকরা তা কে মৃত ঘোষণা ক রেন। প রে সকা লের দি কে খবর পে য়ে পু লিশ হাসপাতা লে আস লে স্ত্রীর মরদেহ হাসপাতা লে রে খে পা লি য়ে যান স্বামী।
এ বিষয়ে বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সি দ্দিকুর রহমান জানান, খবর পে য়ে সেখা নে পু লিশ পা ঠি য়ে ছি। মরদেহ ময়নাতদন্ত কর লে আমরা মৃত ্যুর কারণ নি শ্চিত হ তে পার বো। এ ছাড়াও নিহত দের প রিবার থে কে এখনও কেউ অভি যোগ ক রে নি। লি খিত অভিযোগ কর লে আমরা আইনগত ব ্যবস্থা গ্রহণ কর বো।