ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

৭ ডিসেম্বর ইসলামপুর উপজেলা হানাদার মুক্ত দিবস উদযাপন

বার্তা কক্ষ
ডিসেম্বর ৭, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আজ ৭ ডিসেম্বর জামালপুরের ইসলামপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা শাহ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে বাংলার অকুতোভয় মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ইসলামপুর উপজেলার প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে।

শনিবার (৭ ডিসেম্বর)সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের অংশ গ্রহণের শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ হল রুমে সভায়  এক মিনিট নিরবতা পালন মাধ্যেমে আলোচনার সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার  মোঃ তৌহিদুর রহমান ( ভারপ্রাপ্ত কমান্ডার) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,  সাবেক ডিপুটি  মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান  মোঃ আঃ করিম, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ  সাইফুল্লাহ( সাইফ) , বীর মুক্তিযোদ্ধা বাছেদ , উপজেলা প্রকৌশলী আমিনুল হক, কৃষি কর্মকর্তা রেজওয়ান , বীর মুক্তিযোদ্ধা ডাঃ আমিন ,বীর মুক্তিযোদ্ধা ফজলু,বীর মুক্তি যোদ্ধা আঃ রশিদ,  মরহুম বীর মুক্তিযোদ্ধার সহ ধর্মেনি শাহনাজ বেগম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ আরো অনেক।

এ সময় উপজেলা বীর মুক্তিযোদ্ধারা বলেন, ১১ নং সেক্টর কমান্ডারের নির্দেশে ইসলামপুর উপজেলা ফকিরপাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ জালাল উদ্দিন কোম্পানির মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ইউনিয়নে মুক্তিযোদ্ধারা ইসলামপুর সিরাজাবাদ এলাকাসহ বিভিন্ন স্থানে গেরিলা যুদ্ধ চালান। এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে ইসলামপুরে মাটিতে প্রথম বিজয়ের পতাকা উত্তোলন করেন। সভায় ৭ ডিসেম্বর ১৯৭১ সালের স্মৃতিচারণ শেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি