গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন

বার্তা কক্ষ
এপ্রিল ৩, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের সাতখামাইরে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লেগেছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

এ সময় ট্রেনের একটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। আশপাশের এলাকা ধোয়ায় ছেয়ে গেছে।

চলন্ত অবস্থায় আগুন লাগলে সাতখামাইর স্টেশনের কাছে ট্রেনটি থামানো হয় বলে জানান গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের।

তিনি বলেন, সকালে ট্রেনটি ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে যাত্রা করে। ট্রেনটি সকাল সাড়ে নয়টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকা-ময়মনসিংহ রেলরুট দিয়ে শ্রীপুর রেল স্টেশন অতিক্রমের পরে সাতখামাইর স্টেশনের কাছে গেলে ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। সাতখামাইর  স্টেশনটি বন্ধ থাকায় সেখানে তাৎক্ষণিক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। বর্তমানে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসে কর্তব্যরত ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি