আজকের সর্বশেষ খবর

১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক

বার্তা কক্ষ
এপ্রিল ৮, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কাজের সুযোগ তৈরিতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে এবং এসব ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করবে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিডা চেয়ারম্যান আরও জানান, বাংলাদেশ এখন থেকে নাসার সঙ্গে তথ্য আদান-প্রদান করতে পারবে এবং বিজ্ঞান, শিক্ষা ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ অনুসন্ধান করতে পারবে।

সম্মেলনে দেশি-বিদেশি উদ্যোক্তারা বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আরও জানান, গতকালের লুটপাটের ঘটনায় চারটি মামলা হয়েছে এবং ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ সমস্যা শুধু বাংলাদেশের নয়, বরং অনেক দেশেরই রয়েছে, তবে এ সমস্যা সমাধানে বাংলাদেশ উদ্যোগ নিয়েছে। ওই দিন বিদেশি উদ্যোক্তারা নারায়ণগঞ্জের আড়াইহাজার স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেন। এছাড়াও, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নাসার মধ্যে নন-মিলিটারি মহাকাশ অনুসন্ধান বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি