আজকের সর্বশেষ খবর

“শুল্ক যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়” কেন বললেন শি জিনপিং

বার্তা কক্ষ
এপ্রিল ১৪, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, “শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধের মাধ্যমে কেউই জয়ী হতে পারে না।” দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে রওনা হওয়ার আগে ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদপত্র Nhan Dan-এ লেখা এক নিবন্ধে তিনি  মন্তব্য করেন।

রবিবার (১৪ এপ্রিল) তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের নই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে দুই দিনের সফরে অবস্থান করবেন তিনি। এরপর মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

শি বলেন, “বাণিজ্য ও শুল্ক যুদ্ধ কারও মঙ্গল বয়ে আনে না, এবং রক্ষণশীল অর্থনৈতিক নীতিতে সমাধান নেই। বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষা করতে এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, “বিশ্বায়ন আরও অন্তর্ভুক্তিমূলক ও বিস্তৃত হওয়া উচিত। চীন উচ্চমাত্রার উন্মুক্ত বাণিজ্য নীতি অব্যাহত রাখবে এবং বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি