ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

বার্তা কক্ষ
ডিসেম্বর ৪, ২০২৪ ৩:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শরিফুল ইসলাম নামে এক কৃষকের ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের দেড় বিঘা জমির ধান পুড়ে গেছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার পারফলসী গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আইনুদ্দীন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, ওই কৃষক জমির পাকা ধান মাড়াইয়ের জন্য কেটে জমিতেই স্তূপ করে রেখেছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা ওই ধানের গাদায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এরই মধ্যে প্রায় দেড় বিঘা জমির ধান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল ইসলাম বলেন, ৬০ শতাংশ জমির ধান কেটে ক্ষেতেই স্তূপ করে রেখে এসেছিলাম। ধান বাড়িতে নেওয়ার আগেই সোমবার রাতে কেটে রাখা ধানের গাদায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কী কারণে, কে বা কারা ধানে আগুন দিয়েছে, সেটি বলতে পারছি না। এর আগেও ওই কৃষকের মাছের পুকুরে বিষ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

হরিণাকুণ্ডু থানার ওসি এমএ রউফ খান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি