ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

মিরপুরে অভিনব কায়দায় চাঁদাবাজি, গ্রেপ্তার ছয়

বার্তা কক্ষ
অক্টোবর ১০, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

মিরপুরে অভিনব কায়দায় চাঁদাবাজি ও টাকা লুটের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মহসিন মুন্সি, মাজাহারুল ইসলাম, রেজাউল করিম, তৈয়ব, হুমায়ুন কবির ও নূর মোহাম্মদ ওরফে নতু।

অভিযুক্তদের কাছ থেকে ৫৭ লাখ ৫০ হাজার টাকাসহ একটি সিম্বল সদৃশ গ্যাস লাইট ও একটি লোহার সিন্দুক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাকছুদের রহমান জানান, রিয়েল এস্টেট কোম্পানি খুলেছে অভিযুক্তরা। তারা ফ্ল্যাট কেনার জন্য টাকা দিতে গেলে সন্ত্রাসী দিয়ে টাকা লুট করে নিয়ে যায়। অভিনব এ প্রতারক চক্রটি এর আগেও অনেকের সাথে এমন প্রতারণা করেছে বলেও জানান তিনি।

চক্রের সদস্যদের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান কমিশনার মো. মাকছুদের রহমান।

ডিসি জানান, এ ঘটনার সাথে সরাসরি ওই কোম্পানির এমডি জড়িত, এছাড়া আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, ভুক্তভোগীদের থেকে টাকা নেয়ার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতো। ভুক্তভোগীদের টাকা উদ্ধার ও চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি