আজকের সর্বশেষ খবর

আইপিএলের মাঝপথে রাজস্থানের অধিনায়কত্বে পরিবর্তন!

বার্তা কক্ষ
এপ্রিল ২, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজস্থান রয়্যালসে অধিনায়ক হিসাবে ফিরছেন সাঞ্জু স্যামসন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) ছাড়পত্র পেয়ে গেছেন তিনি। এতদিন সেই ছাড়পত্র না পাওয়ার কারণে শুধু্মাত্র ব্যাটার হিসেবে খেলেছেন তিনি।

এতদিন আইপিএলে রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছিলেন রিয়ান পরাগ। তার নেতৃত্বে দল প্রথম তিনটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। এবার রাজস্থানকে নেতৃত্ব দেবেন স্যামসন। বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘স্যামসন পুরো ফিট। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ও ফিটনেস পরীক্ষায় পাস করেছে।’

রাজস্থানের পরের ম্যাচ পঞ্জাব কিংসের বিপক্ষে। আগামী ৫ এপ্রিল নিউ চণ্ডীগড়ে হবে সেই ম্যাচ। রাজস্থানের অধিনায়ক হিসাবে সেই ম্যাচে দেখা যেতে পারে স্যামসনকে।

আইপিএল শুরুর আগে থেকেই চোট ছিল স্যামসনের। সেই সময়ই জানা গিয়েছিল যে প্রথম তিনটি ম্যাচে উইকেটরক্ষক হিসেবে দেখা যাবে না তাকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবেন তিনি। যে কারণে পরাগকে প্রথম তিন ম্যাচের জন্য অধিনায়ক করা হয়।

বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলা স্যামসন তিন ম্যাচে ৯৯ রান করেছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৬ রান করেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেন ১৩ রান। এ ছাড়া চেন্নাই সুপার কিংসের বিপক্ষে করেন ২০ রান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি