দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলা করতে না পারলে আমাদের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে সিলেটের স্থানীয় একটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত প্রাক্তন ও বর্তমানদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিবিরের বিয়ানীবাজার উপজেলা দক্ষিণের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১০ নম্বর মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সেক্রেটারি মুফাচ্ছির আহমেদ ফয়েজী, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়সাল আহমদ, ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্বের অফিস সম্পাদক আদিলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি মুনিবুর রহমান পাভেল।
তিনি বলেন, ইসলাম একটি শক্তিশালী, গতিশীল, মজবুত ও সার্বজনীন জীবন বিধান, যা আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে এসেছে, তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি লাভ করতে ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ পরিবর্তনে সকলকে ময়দানে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পবিত্র কালামে হাকিমে ইসলামকে একমাত্র ও অদ্বিতীয় জীবন বিধান হিসাবে ঘোষণা করা হয়েছে। এ আদর্শ কেউ পছন্দ করুক আর না করুক তা সকল আদর্শের ওপর বিজয়ী করার ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন। আল্লাহ তা’য়ালার ঘোষণা অনুযায়ী এ ভূমণ্ডলে শুধু ইসলামই বিজয়ী আদর্শ হিসাবে টিকে থাকবে, আর সকল বাতিল আদর্শ পরাভূত হবে।
সেলিম উদ্দিন বলেন, ইতিহাস পর্যালোচনায় দেখা যায় অতীতে কোনো জালিম, স্বৈরাচারি, ফ্যাসিবাদী ও আল্লাহদ্রোহী শক্তি দুনিয়ায় টিকে থাকতে পারে নি। ফেরাউন, নমরূদ, হামান, আবু জাহেল, আবু লাহাবরা দুনিয়াতে অনেক পরাক্রমী থাকলেও হক্বের কাছে তাদের রীতিমত পরাভূত ও নিশ্চিহ্ন হতে হয়েছে। সে ধারাবাহিকতায় শেখ হাসিনাও টিকতে পারেনি বরং তাকে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে দলবলসহ প্রতিবেশী দেশে পালতে বাধ্য হতে হয়েছে। শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর ভবিষ্যতবাণী শতভাগ সত্য হয়েছে। তাই বাতিল শক্তির অপতৎপরতা মোকাবিলায় আমাদের সবসময় সতর্ক থাকবে হবে।
তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সবাইকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ছাত্রশিবিরের সাবেক এ কেন্দ্রীয় সভাপতি বলেন, ইসলামী আন্দোলনের ওপর জুলুম- নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা মাত্র। ইতিহাসের সে ধারাবাহিকতায় পতিত স্বৈরাচারি ও ফ্যাসীবাদী শক্তি সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীসহ দলের শীর্ষ নেতাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসি দিয়ে নিজেরাই নিজেদের কবরস্থ করেছে। জুলুম-নির্যাতন চালিয়ে বা ফাঁসি দিয়ে অতীতে কোনো আদর্শকে নির্মূল করা যায়নি, আর যাবেও না। যারা এ অন্যায় বিচার কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এখন তাদের বিচার করার সময় এসেছে। আমরা তাদের বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ।
ঢাকা মহানগর উত্তর জামায়াত আমির বলেন, মূলত মানুষের তৈরি জীবনবিধান মানুষের জন্য কোনোভাবেই কল্যাণকর নয়। স্বাধীনতা পরবর্তীতে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের পরিবর্তে মানবরচিত বিধান দিয়ে দেশ শাসনের কারণেই জনগণের ওপর নির্মম জুলুম-নির্যাতন চালানো হয়েছে। কিন্তু ইসলামের অগ্রযাত্রা কোনোভাবেই থামানো যায়নি বরং জুলুম-নির্যাতনের পথ ধরেই আজকের বাংলাদেশ ইসলামের বাংলাদেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন রীতিমত ইসলামপন্থীদের বাংলাদেশ।
ইসলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী আদর্শ। তাই এ অবস্থাকে টেকসই ও মজবুত করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াত সম্প্রসারণে মনোনিবেশ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে ইসলামের সুমহান আদর্শের বাণী। তাহলেই আগামীর বাংলাদেশ স্থায়ীভাবে ইসলামের বাংলাদেশে পরিণত করা সম্ভব হবে।