আজকের সর্বশেষ খবর

টানা দুই হার, দুই শাস্তি—পাকিস্তানের এ কেমন পরিণতি!

বার্তা কক্ষ
এপ্রিল ৩, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনোমতে হোয়াইটওয়াশ এড়িয়েছিল পাকিস্তান। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ১-৪ বড় ব্যবধানে হারতে হয়েছে। ব্যর্থতায় শুরুর পর ওয়ানডে সিরিজেও গল্পের বদল হলো না। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে মোহাম্মদ রিজওয়ানদের। টানা হারের হতাশার সঙ্গে জুটেছে শাস্তিও। 

প্রথম ওয়ানডেতে ৭৩ রানের বড় ব্যবধানে হারের পর মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুণতে হয়েছিল পাকিস্তানের খেলোয়াড়দের। এবার দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাচ্ছে একই কারণে। প্রসঙ্গত, সিরিজ বাঁচানোর ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৮৪ রানে হেরেছে পাকিস্তান।

দ্বিতীয় ওয়ানডের একদিন পর আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের শাস্তির কথা জানিয়েছে আইসিসি।

হেমিল্টনে গত বুধবারের ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার পিছিয়ে ছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। দায় স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন রিজওয়ান, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

একই সময়ে আইপিএল চলায় ও অন্যান্য কারণে নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই খেলছে নিউজিল্যান্ড। এই সফরেও সুবিধা করতে পারছে না পাকিস্তান। আগামী ৫ এপ্রিল সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি হবে দুই দল।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি