পিএসএল খেলতে দেশ ছাড়লেন রিশাদ-লিটন

বার্তা কক্ষ
এপ্রিল ৮, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরের সূচি ঘোষণা করা হয়েছিল আগেই। জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে পিএসএলে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। 

ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। লিটনের ঠিকানা করাচি কিংস, রিশাদ যাবেন লাহোর কালান্দার্সে আর নাহিদ রানার গায়ে উঠবে পেশোয়ার জালমির জার্সি। আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। সেখানেই দেখা মিলবে তিন তারকা।

টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন দেশের এই তিন ক্রিকেটার। বিসিবি ছাড়পত্র দেওয়ায় খুশি ক্রিকেটাররা। গতকাল সোমবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন লেগ স্পিনার রিশাদ। এর একদিন পর আজ মঙ্গলবার সকালে পিএসএল খেলতে ঢাকা ত্যাগ করেন লিটন দাস। নাহিদ রানা অবশ্য এখনই যাচ্ছেন না সেখানে।

উল্লেখ্য, রিশাদ এবং লিটন দুজনেই পুরো আসরের জন্য বিসিবির অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন। যার অর্থ, লিটনকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দেখা যাচ্ছে না। তবে নাহিদ রানাকে পুরো আসরের জন্য ছাড়েনি বিসিবি। সিলেট টেস্টের পরেই তাকে পাবে তার দল পেশোয়ার জালমি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি