সংস্কার ও নির্বাচন দুটি জিনিস না। সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও তাতিপাড়ার নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। তারা রাষ্ট্র সংস্কারের কিছু কর্মসূচি সামনে নিয়ে এসেছে। তারা সংস্কার কমিশন গঠন করেছে। সেই সংস্কারের বিষয়গুলো আমরা যথাযথভাবে পর্যবেক্ষণ, পরীক্ষা করেছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি। এসব বিষয় নিয়ে তারা আগামীতে আমাদের সঙ্গে বসবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বসবে।
ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসেবে আমরা অতীতে ৩১ দফার মাধ্যমেও কাজ করে এসেছি। বর্তমানে ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিলের মাধ্যমেও করেছি। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আমরাও সেভাবে কাজ করছি।
প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে এক প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, এটি অন্তর্বর্তী সরকারের একটি বড় অর্জন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় চীনের সঙ্গে একতরফাভাবে একটি সম্পর্ক ছিল। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে। দেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কথা বলেছে। চীন কমিটেড, তারা উন্নয়নে বিনিয়োগ করবে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, প্রচার সম্পাদক মামুনুর রশীদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।